Page 1 of 2

অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Fri Apr 13, 2012 2:06 pm
by Sazid Akhter Turzo
শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,
এতদিন পর সবাইকে আমার পরিচয় দিতে ইচ্ছা করল। সবাই মোটামুটি আমারে চিনে। আমার নাম সাজিদ আখতার তূর্য। থাকি সিরাজগঞ্জে। আঁতলামি করা জন্মগত সভাব (সবাই তাই বলে)। গণিত জিনিসটা মনে হয় খুব বেশি পারি না। সাঁতরাইতে পছন্দ করি, যমুনা নদীর অর্ধেক পর্যন্ত সাঁতরাইতে পারি (শুকনা মৌসুমে পুরাটা) :P । geometry কিছুই পারি না। NT & Algebra একটু আধটু পারি। physics -এর অনেক বড় ফ্যান (যদিও বেশি পারি না)। আমার একটা রেকর্ড হল class 7-এই national camp-এ আসা (আমার জানামতে আর কেউ সেভেনে থাকতে ন্যাশনাল ক্যাম্পে আসে নাই)। সবার সাথে বকবক করে সময় কাটাইতে ভাল লাগে (বিশেষত সিনিয়রদের সাথে)। সারারাত জাগা একটা শখ। জীবনের সবচেয়ে বড় দুঃখ হল সাইকেল চালাইতে পারি না :cry:
সবার কাছে দোয়াপ্রার্থী (কেন তা জানি না :? )
Turzo

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Fri Apr 13, 2012 5:52 pm
by nafistiham
WELCOME TO THE FORUM

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 10:38 am
by Phlembac Adib Hasan
আমার রেকর্ড হল ন্যশনাল ক্যাম্প বা অন্য কোন ক্যাম্প না করে সরাসরি ক্লাস এইটে Extension camp.এটাও বোধহয় কারও নাই।

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 12:44 pm
by sm.joty
আর আমার রেকর্ড হইল আমি একবারও ক্যাম্পে যাই নাই। :lol: :lol:
কিন্তু দুঃখের বিষয় এই রেকর্ড অনেকেরই আছে...... :( :(

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 12:50 pm
by Nadim Ul Abrar
sm.joty wrote:আর আমার রেকর্ড হইল আমি একবারও ক্যাম্পে যাই নাই। :lol: :lol:
কিন্তু দুঃখের বিষয় এই রেকর্ড অনেকেরই আছে...... :( :(

বুকে আয় ভাই :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 12:55 pm
by photon
আমার একটা বন্ধু আছে (ওর নামও তূর্য !!!! :) )ও ক্লাস সেভেনে থাকতে ন্যাশনালে চ্যাম্পিয়ন হইসিল ... সুতরাং ওরও যাওয়ার কথা । তাই মনে হই না রেকর্ডটা শুধু তোমার ....... :geek: :(

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 12:59 pm
by *Mahi*
photon wrote:আমার একটা বন্ধু আছে (ওর নামও তূর্য !!!! :) )ও ক্লাস সেভেনে থাকতে ন্যাশনালে চ্যাম্পিয়ন হইসিল ... সুতরাং ওরও যাওয়ার কথা । তাই মনে হই না রেকর্ডটা শুধু তোমার ....... :geek: :(
I think you got you old friend back :geek: "আরে আমিই তো সেই তূর্য!"

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 1:23 pm
by Sazid Akhter Turzo
আচ্ছা, এইখানে আমি just নিজের পরিচয় দিয়েছিলাম, সবাই এইটা নিয়ে এত ব্যাপক আলোচনা শুরু করছে ক্যান বুঝতেছি না :? :?
@photon, আমি সেই তূর্য না। তুমি বলতেছ গভঃ ল্যাবরেটরির রাফিদ রহমান তূর্যের কথা, আর ও আমার ২ বছরের সিনিয়র। :mrgreen:
আর আমি সিক্স থেকে পরীক্ষা দিয়ে চ্যাম্পিয়ন হইয়া ক্যাম্প করছিলাম। ক্যাম্পে যখন ছিলাম, তখন ছিলাম ক্লাস সেভেনে।
ও আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ ১৪১৯। :P :)
Turzo

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Sat Apr 14, 2012 10:15 pm
by nafistiham
আমি পঞ্চম শ্রেণিতে থাকতেই জাতীয় ক্যাম্প করেছিলাম ।
যদিও আমার সাথে আর ৫ জন আমার ই মত পঞ্চম শ্রেণির ছাত্রকে নিয়ে শুধু একটা পরীক্ষামূলক ক্যাম্প ছিল , তবুও, তখন যেহেতু জাতীয় ক্যাম্প বাদে অন্য কোন ক্যাম্প ছিল না, তাই আমি এ কথা বলতে পারি ।(গর্ব সহকারে না, ব্যঙ্গ সহকারে)

তুর্য, তুমি নানা কারণে যথেষ্টর চেয়ে বেশি বিখ্যাত( :? :? :? ) হয়ে গিয়েছ । এই জন্যেই ......।।

Re: অনেক বেশি বিলম্বিত পরিচিতি

Posted: Fri Sep 05, 2014 7:25 pm
by mutasimmim
তুর্য, উত্তরবঙ্গের মানুষ! যে কিনা স্যান্ডেল পরে আফ্রিকা ঘুরে আসছে।