Page 1 of 1

BdMO National Primary 2020 P4

Posted: Mon Feb 08, 2021 5:54 pm
by Mursalin
নীল, লাল ও সবুজ তিন বন্ধু। তারা একটি রেস্তোরায় গিয়েছে। তাদের একজন নীল শার্ট, একজন লাল শার্ট এবং আরেকজন সবুজ শার্ট পরে আছে।

নীল বললো, "দেখ, আমরা সবাই আমাদের নাম থেকে ভিন্ন রঙের শার্ট পরেছি!"

লাল শার্ট পরা ছেলেটি বললো, "ঠিক বলেছ, নীল!"

সবার শার্টের রঙ বের করো। সবুজ \(= 1\), নীল \(= 2\) এবং লাল \(= 3\) ধরে নাও। তোমার উত্তর হবে \(100 \times \text{(লালের শার্টের রঙ)} + 10 \times \text{(নীলের শার্টের রঙ)} + 1 \times \text{(সবুজের শার্টের রঙ)}\)।


Mr. Blue, Mr. Green and Mr. Red go to a restauraunt. One of them is wearing a blue shirt, one is wearing a red shirt and the other is wearing a green shirt.

Mr. Blue says "Hey, did you notice that we are wearing shirts of a different color from our names?"

The person wearing the red shirt says, "Wow Mr. Blue, you're right!"

You must figure out the color of everyone's shirts. Green \(= 1\), Blue \(= 2\) and Red \(= 3\). Your answer should be \(100 \times \text{(the color of Mr. Red's shirt) } + 10 \times \text{(the color of Mr. Blue's shirt) } + 1 \times \text{(the color of Mr Green's shirt)}\).

Re: BdMO National Primary 2020 P4

Posted: Wed Apr 07, 2021 3:54 pm
by Najmus Sakib Shopno
লাল শার্ট যে পরেছিল - সে নীল নয়(কারণ সে অন্যকে নীল বলে সম্বোধন করেছিল)।
তাহলে সে অবশ্যই সবুজ ।
তাহলে নীল পরেছিল সবুজ ও লাল পরেছিল নীল ড্রেস।
অতএব,
১০০ × ১ + ১০ × ৩ + ১ × ২
= ১০০ + ৩০ + ২
= ১৩২

Re: BdMO National Primary 2020 P4

Posted: Mon Dec 26, 2022 4:47 pm
by Antara Labiba
লাল শার্ট যে পরেছিল সে নীল নয়, কারণ সে অন্যকে নীল বলে সম্বোধন করেছিল। তাহলে সে অবশ্যই সবুজ।
অতএব, সবুজ পরে ছিল লাল শার্ট, নীল পরেছিল সবুজ শার্ট এবং লাল পরেছিল নীল শার্ট।
দেওয়া আছে, সবুজ(১), নীল(২) ও লাল(৩)

অতএব,
১০০(লালের শার্টের রঙ)+১০(নীলের শার্টের রঙ)+১(সবুজের শার্টের রঙ)
=(১০০×নীল)+(১০×সবুজ)+(১×লাল)
=(১০০×২)+(১০×১)+(১×৩)
=২০০+১০+৩
=২১৩(উত্তর)