Page 1 of 1

একটা প্রশ্ন ছিল

Posted: Thu Mar 06, 2014 10:07 pm
by sadman sakib
ভাইয়া , (জানি না কোন ভাইয়া )

ক্যাম্পের জন্য চিঠি পেলাম আর ক্যাম্পে যাওয়ার জন্য তো আমি এক পায়ে খাড়া । কিন্তু কি করব , আমার তো এস এস সি পরীক্ষা । :( কখনো ক্যাম্পে যাইনি , এবারও না যেতে পারলে একটা আক্ষেপ তো থেকেই যাবে । তাহলে আমাদের জন্য কি পরে আলাদা ব্যবস্থা নেয়া হবে (মানে extended math camp বা ঐ জাতীয় কিছু ) ?

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Fri Mar 07, 2014 1:38 am
by Labib
বর্ধিত ক্যাম্প তো হয়ই, তবে সেখানে সাধারণত এই ক্যাম্প থেকেই ডাকে। শেষবার এসএসসি ক্যাম্প জাতীয় কিছু হইসে ২০১১ সালে।
সেরকম কোন ক্যাম্প তোমাদের জন্যে হইলে তোমাদের নিশ্চয়ই জানায় দিবে।
তবে যেহেতু এসএসসি ছেড়ে যেতে পারবা না, জানায় দাও যে পারবা না যাইতে।
তাইলে অন্তত আরেকজনকে সেখানে ডাকতে পারবে।
পুনশ্চ - আমি প্রথম ক্লাস নাইনে ডাক পাইসিলাম, সেবার পক্সের জন্যে যাইতে পারসিলাম না। ভাইবো না যে আমি জানি না কেমন লাগে। :(

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Fri Mar 07, 2014 11:23 am
by sadman sakib
আচ্ছা , তুমিই বলে দাও আমি কি করব । ক্যাম্পের স্থানটা আমাদের বাসার খুব কাছে । যদি এই ক্যাম্পে যাই তাহলে ৮ টা দিনের শেষের দিকের ৩ দিন যেতে পারব না , বাকিগুলোতে যেতে পারব । আর যদি extended math camp হয় , তাহলে তো সবদিনই যেতে পারব , তাই না ?

আমি এখন নিশ্চয়তা কিভাবে পাব যে extended math camp হবে কি হবে না :? :?

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Fri Mar 07, 2014 11:03 pm
by Labib
I have been told that there will be a SSC camp this time and if you perform well enough, you'll get called for the extended camp as well.
I think you should let the main camp go. But that's my thought.
You could talk to camp mentors about what you can do if you think otherwise.

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Sun Mar 09, 2014 11:30 pm
by Phlembac Adib Hasan
কেন? সমস্যা কি? আজকে তোমার পরীক্ষা শেষ না? ১২-১৭ থাকা খুব টাফ কিছু না। আর প্র্যাক্টিকেল খাতা করা না থাকলে এই দুই দিনে করে ফেল। ক্যাম্প যেহেতু তোমার বাসার কাছে তাই ১৮ তারিখ পরীক্ষা দিয়ে আবার চলে আসতে পার।একদিন মাত্র মিস যাবে।

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Mon Mar 10, 2014 2:08 am
by Labib
@Adib, He'll probably miss out on an exam, which would lower his chances of getting called for the extended. It's up to him though.

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Mon Mar 10, 2014 7:45 pm
by *Mahi*
Labib wrote:@Adib, He'll probably miss out on an exam, which would lower his chances of getting called for the extended. It's up to him though.
That would be all of the SSC examinees. If he does well enough, I am pretty sure weighted mean would be considered.

Sakib, if you are confident about your preparation, I personally think it is the camp you should be doing. But of course, your life is your own, and a simple mistake now can have much larger effect on your future. So think about how much time you can actually spare and if possible, try to attend the camp (even if partially).

Disclaimer: BdMO and any affiliated personnel would not and cannot be held responsible should you fail to reach your aim :P So be careful, and good luck :)

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Tue Mar 11, 2014 2:32 pm
by Labib
If they are arranging a SSC camp, that is because they want everyone to get a fair chance.
I strongly doubt that they'll consider SSC examinees in any different fashion.
But I guess Mahi is right. It's your life and you should decide what you want to do.

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Tue Mar 25, 2014 11:18 pm
by sadman sakib
লাবিব ভাইয়া , এখনো তো ssc camp এর কোনো খবর পেলাম না । আপনার কাছে কোনো information আছে :?:

Re: একটা প্রশ্ন ছিল

Posted: Tue Mar 25, 2014 11:49 pm
by Labib
শেষ পাওয়া খবর অনুযায়ী এপ্রিলের শুরুতে উদ্ভাসের ফার্মগেটের শাখায় অনাবাসিক ক্যাম্প হওয়ার কথা।
কনফার্ম হয়ে গেলে তোমাদের জানায় দিবে।