বল

Discuss Physics and Physics Olympiad related problems here
User avatar
Abdul Muntakim Rafi
Posts:173
Joined:Tue Mar 29, 2011 10:07 pm
Location:bangladesh,the earth,milkyway,local group.
বল

Unread post by Abdul Muntakim Rafi » Thu Nov 17, 2011 10:09 pm

স্তির বৈদ্যুতিক আকর্ষণ(electro static force) বল এবং তড়িৎ চৌম্বকীয় বল এর মধ্যে পার্থক্য কি? দুই বল এর মিল, অমিল কি কি? স্তির বৈদ্যুতিক আকর্ষণ বল নিয়া বিস্তারিত কিছু কথা বলেন।
Man himself is the master of his fate...

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: বল

Unread post by tanvirab » Fri Nov 18, 2011 2:46 am

স্থির বিদ্যুত আকর্ষণ হইল স্থির আধানের কারণে সৃষ্ট বল।
কিন্তু আধান যদি গতিশীল হয় তাইলে সেই তত্ত্ব আর সঠিক থাকে না।
তার উপর আধানের গতি যদি পরিবর্তনশীল হয় তাইলে শুধু তড়িৎ বল নিয়া চিন্তা করলে হবে না, সাথে চৌম্বক বল নিয়াও চিন্তা করতে হবে।

তড়িৎ-চুম্বক বল হইল বড় তত্ত্ব যেইখানে আধানগুলা গতিশীল হইতে পারে এবং সেই গতিটাও পরিবর্তনশীল হইতে পারে। আর স্থির বিদ্যুত আকর্ষণ হইল এই বড় তত্ত্বের একটা ছোট অংশ যেইখান আধানগুলার গতি সবসময় শূণ্য।

User avatar
Abdul Muntakim Rafi
Posts:173
Joined:Tue Mar 29, 2011 10:07 pm
Location:bangladesh,the earth,milkyway,local group.

Re: বল

Unread post by Abdul Muntakim Rafi » Fri Nov 18, 2011 12:15 pm

হুম বুঝলাম।
১।
কিন্তু আধান যদি গতিশীল হয় তাইলে সেই তত্ত্ব আর সঠিক থাকে না।
আর আধানের গতি যদি পরিবর্তনশীল হয় তাইলে শুধু তড়িৎ বল নিয়া চিন্তা করলে হবে না, সাথে চৌম্বক বল নিয়াও চিন্তা করতে হবে।
তাইলে গতিশীল হইলে কিন্তু গতির পরিবরতন না হইলে কোন ধরনের বল?

২। আয়নিক যৌগের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে আকর্ষণ তা তো স্তির বৈদ্যুতিক আকর্ষণ। তাই না?
Man himself is the master of his fate...

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: বল

Unread post by tanvirab » Fri Nov 18, 2011 2:48 pm

১. আমি ভুল বলসি। গতিশীল হইলেই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে; গতি অপরিবর্তিত থাকলেও।

২. সঠিক।

Post Reply