আলো

Discuss Physics and Physics Olympiad related problems here
Ipsc palash
Posts:35
Joined:Sat Oct 22, 2011 11:46 pm
Location:Ispahani Public School And College. Comilla ,Bangladesh
আলো

Unread post by Ipsc palash » Wed Sep 19, 2012 8:45 pm

আমরা আকাশে এমন কিছু তারা দেখি যেগুলো নাকি বর্তমানে অস্তিত্ব নেই। কারন আলো আসতে যে সময় লেগেছে সে সময়ের মাঝে এগুলো ধ্বংস হয়ে গেছে।
এখন ফাপা গোলকের আকৃতির দর্পনের(ভেতরের পৃস্ঠ মসৃন) ভেতর আলোকে সংরক্ষন(মানে আলো ঢুকিয়ে উত্‍স সরিয়ে ফেললাম। ও কয়েক বছর পর গোলক ভেঙে আলো টা ব্যবহার করলাম) করা সম্ভব?[ধরা যাক গোলকটি আলো শোষন করে না]

User avatar
Phlembac Adib Hasan
Posts:1016
Joined:Tue Nov 22, 2011 7:49 pm
Location:127.0.0.1
Contact:

Re: আলো

Unread post by Phlembac Adib Hasan » Thu Sep 20, 2012 10:44 am

থিয়োরিটিক্যালি কাজ করার কথা। তবে সমস্যা হচ্ছে যেকোনো প্রতিফলক তলই কিছু না কিছু আলো শোষণ করে। তাই বিলিয়ন বিলিয়নবার প্রতিফলনের পর বলতে গেলে খুব কম আলোই অবশিষ্ট থাকবে। তারপরও মজার বিষয় হচ্ছে প্রত্যেকবার প্রতিফলনের পর আলোর পরিমাণ কমে গেলেও সেটা কিন্তু কখনও শূণ্য হচ্ছে না। তাই গোলোকটা ভাঙার পর কিছুটা আলো পাওয়া যাবে- তা যত অল্পই হোক না কেন। :lol:
প্রায় কাছাকাছি একটা উপায়ে আমি বছরখানেক আগে আলোর গতিবেগ মাপার একটা পদ্ধতি বের করেছিলাম। (জিনিসটা ভালই জটিল বলে আর এখানে ব্যাখ্যা করলাম না ) কিন্তু হিসাব করে দেখলাম ওটা ব্যবহার করলে সবশেষে যেটুকু আলো বের হবে সেটা বোধহয় ফটো মাল্টিপ্লায়ার টিউব দিয়েও দেখা যাবে না। :o তাই আইডিয়াটা পরিত্যাক্ত হয়েছিল।
Welcome to BdMO Online Forum. Check out Forum Guides & Rules

User avatar
nafistiham
Posts:829
Joined:Mon Oct 17, 2011 3:56 pm
Location:24.758613,90.400161
Contact:

Re: আলো

Unread post by nafistiham » Sun Sep 23, 2012 10:15 am

বিষয়টা অনেকটা অসীম সময় ধরা চলা মটরের মত । অর্থাৎ, একটা বিচ্ছিন্ন সিস্টেমের মধ্যে কিছু শক্তি ভরে অসীম সময় সংরক্ষন করা । কিন্তু, এখনো এমন কোন সিস্টেম বানানো সভব হয়নি, যা শক্তির কোন অপচয় ঘটায় না । যেকোনো কাজ করা হলে বা না হলেও, কিছু শক্তি শোষিত হবেই ।
কিছু ফোটন ঐ কাঁচের গোলকে ঢুকালে সেটা অসীম কাল পর্যন্ত ওর ভিতরে থাকবে ঠিকই, কিন্তু, তরঙ্গ হিসেবে আর পাওয়া যাবে না ।
(যখন আমি আলোর শোষণের বিষয়টা জানতাম না, আমিও ভাবতাম একটা আয়নার ঘরকে তো একটা লেজার লাইট দিয়েই অসীম কাল পর্যন্ত আলোকিত রাখা যাবে :lol: :lol: )
\[\sum_{k=0}^{n-1}e^{\frac{2 \pi i k}{n}}=0\]
Using $L^AT_EX$ and following the rules of the forum are very easy but really important, too.Please co-operate.
Introduction:
Nafis Tiham
CSE Dept. SUST -HSC 14'
http://www.facebook.com/nafistiham
nafistiham@gmail

Post Reply