Page 1 of 2

তেজস্ক্রিয়তা

Posted: Sun Oct 23, 2011 10:06 am
by nafistiham
নবম-দশম শ্রেণীর পাঠ্য পুস্তক অনুযায়ী যেসব মৌলের ভর $82$ এর চেয়ে বেশি সেগুলো তেজস্ক্রিয়,এবং এগুলো তেজস্ক্রিয় রশ্মি নির্গত করতে করতে এক সময় অন্য নিম্নতর মৌলে রুপান্তরিত হয়ে যায়। রুপান্তরিত না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতেই থাকে।

তাহলে কি এক সময় পৃথিবী থেকে সকল তেজস্ক্রিয় মৌল হারিয়ে যাবে?

এসকল মৌলের যেমন বিয়োজন প্রক্রিয়া আছে তেমনি কি কোন গঠন প্রক্রিয়া আছে?

Re: তেজস্ক্রিয়তা

Posted: Mon Oct 24, 2011 9:16 am
by tanvirab
১. ৮২ এর চেয়ে কম ভরের মৌলও তেজস্ক্রিয় হইতে পারে।

২. কোনো তেজস্ক্রিয় পদার্থই পুরাপুরি ক্ষয হয় না। যত বেশি ক্ষয় হয়, তার ক্ষয়ের হার তত কমতে থাকে; সুতরাং কিছু না কিছু সবসময়ই বাকি থাকে।

৩. অবশ্যই, গঠন প্রক্রিয়া না থাকলে গঠন হইলো কিভাবে?

Re: তেজস্ক্রিয়তা

Posted: Mon Oct 24, 2011 7:06 pm
by nafistiham
আমি বলতে চাচ্ছিলাম নিষ্ক্রিয় মৌল সমূহ কি এভাবে কমতেই থাকবে?
যেমন আমরা তেল পুড়িয়ে বিশ্বের তেল ভাণ্ডার ফুরিয়ে ফেলছি। কিন্তু, একইভাবে ভূগর্ভে খুব ধীরে ধীরে চাপ ও অন্যান্য প্রক্রিয়ায় তেল সৃষ্টি হচ্ছে।
তেমনি কি তেজস্ক্রিয় মৌলগুলো গঠিত হয়?

Re: তেজস্ক্রিয়তা

Posted: Mon Oct 24, 2011 10:54 pm
by tanvirab
তেজস্ক্রিয় মৌল পৃথিবীতে গঠন হওয়া সম্ভব না, নক্ষত্রে ফিউশানের মাধ্যমে গঠন হয়। পৃথিবীতে তেজস্ক্রিয়তার পরিমাণ কমতে থাকবে। এই ধারণটা ব্যবহার কইরাই কিন্তু বিভিন্ন প্রাচীণ ফসিলের বয়স নির্ধারণ করে, সেইটাতে কি পরিমাণ তেজস্ক্রিয়তা আছে সেইটা পরিমাপ করা হয়, এবং যেহেতু আমরা জানি তেজস্ক্রিয়তা কি হারে কমতেসে তাই বয়সটাও জানা হইয়া যায়।

Re: তেজস্ক্রিয়তা

Posted: Tue Nov 29, 2011 5:19 pm
by nisha
১. ৮২ এর চেয়ে কম ভরের তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি?
২. তেজস্ক্রিয় মৌল ক্ষয় হতে হতে যখন ক্ষয় হওয়ার পরিমাণ একেবারেই কমে যায় তখন কি তেজস্ক্রিয়তা থাকে? ওইরকম মৌলকে কি তখন 'তেজস্ক্রিয় মৌল' বলা যায়?

Re: তেজস্ক্রিয়তা

Posted: Tue Nov 29, 2011 7:28 pm
by nafistiham
১। ভাইয়া সম্ভবত তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয়তা অন্য মৌলে স্থানান্তরিত হওয়ার কথা বলেছেন । যদি কোন মাটিতে তেজস্ক্রিয় মৌল থাকে এবং তাতে ঘাস জন্মায় আর সে ঘাস গরু খায় তাহলে গরুর দুধও তেজস্ক্রিয় হবে । তবে আমি সঠিক নাও হতে পারে ।

২। তেজস্ক্রিয় মৌলের প্রতিটি পরমাণুই তেজস্ক্রিয় । সুতরাং তেজস্ক্রিয়তা থাকারই কথা । শেষ পরমাণু পর্যন্ত ।

Re: তেজস্ক্রিয়তা

Posted: Tue Nov 29, 2011 9:29 pm
by *Mahi*
nisha wrote:১. ৮২ এর চেয়ে কম ভরের তেজস্ক্রিয় মৌলের উদাহরণ কি?
1.technetium (43)

@Nafistiham:
Radioactivity spreading to cow's milk is not caused by turning other material to radioactive, but it happens when fragments of radioactive materials gets in the cow's food and milk.

Re: তেজস্ক্রিয়তা

Posted: Tue Nov 29, 2011 10:05 pm
by Abdul Muntakim Rafi
Not only Tc... There are many more... Read the article... Hope it will help... :D

http://www.buzzle.com/articles/list-of- ... ments.html

If u are thanking me, you are welcome... :D

Re: তেজস্ক্রিয়তা

Posted: Tue Nov 29, 2011 11:54 pm
by nafistiham
এত্তগুলা তেজস্ক্রিয় মৌল !!! জানতাম না ।
and of course, thankyou .

but, @mahi,
can't only harmful radiation make the cow's milk radioactive?

Re: তেজস্ক্রিয়তা

Posted: Wed Nov 30, 2011 10:33 am
by *Mahi*
Most of the elements given in the links are isotopes, there are only a few elements which shows radioactivity in their general form.
The cow's milk can't be radioactive. Only the fragments of radioactive matters decays $\gamma$ rays which are harmful.