Page 1 of 1

নিরুদক

Posted: Wed Jun 27, 2012 7:41 pm
by MATHPRITOM
কোন পদার্থ নিরুদক হবে কি হবে না তা বুঝব কিভাবে ? যেমন , $ H_{2}SO_{4} $ বা $P_{2}O_{5}$ হল নিরুদক ।

Re: নিরুদক

Posted: Tue Jul 03, 2012 2:45 pm
by sowmitra
ভাইয়া, আমার মনে হয় পরীক্ষণ বা Experimentation ছাড়া জানার কন সহজ উপায় নেই।

Re: নিরুদক

Posted: Fri Jul 06, 2012 11:32 pm
by SANZEED
sowmitra wrote:ভাইয়া, আমার মনে হয় পরীক্ষণ বা Experimentation ছাড়া জানার কন সহজ উপায় নেই।
না,আসলেই experimentally করা ছাড়া কোন উপায় নেই।

Re: নিরুদক

Posted: Fri Dec 21, 2012 8:52 pm
by nafistiham
পাই তৈরি হয় একটা প্রোটন আর একটা হাইদ্রক্সিল আয়ন দিয়ে ।
সুতরাং, যেখান থেকে প্রোটন পাওয়া যাবে, সেখানে এমন কিছু যোগ করতে হবে যা খুব সহজে হাইদ্রক্সিল আয়ন দিতে পারে ।
আর, যেখান থেকে হাইদ্রক্সিল আয়ন পাওয়া যাবে সেখানে প্রোটন পাঠাতে হবে ।