Page 1 of 1

সন্নিবেশ সংখ্যা

Posted: Wed Jun 27, 2012 7:44 pm
by MATHPRITOM
কোন মৌলের সন্নিবেশ সংখ্যা কিভাবে বের করতে হয় ? যেমন , Fe এর সন্নিবেশ সংখ্যা 6, Cu এর সন্নিবেশ সংখ্যা 4 ইত্যাদি ।

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Wed Jun 27, 2012 11:51 pm
by SANZEED
আচ্ছা সন্নিবেশ সংখ্যা কি যৌগের উপর নির্ভর করে না? :?:

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Fri Jun 29, 2012 11:12 pm
by MATHPRITOM
বুঝলাম না , তুমি কি বুঝাতে চাচ্ছ ?

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Fri Jun 29, 2012 11:35 pm
by SANZEED
আমি বললাম যে বিভিন্ন যৌগে একই মৌলের সন্নিবেশ সংখ্যা কি ভিন্ন হতে পারে না?

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Sun Jul 01, 2012 7:21 pm
by Abdul Muntakim Rafi
সন্নিবেশ সংখ্যা বলতে কি কতটা সন্নিবেশ বন্ধন হয় তা বুঝাচ্ছ?
তাহলে এইটা hybridization দিয়া ব্যাখ্যা করা যায়।
$Fe(2+)=24=$ ... ... ... \[3d^{6}\]

এখন ligand কোন যৌগ Fe এর কাছে আসছে যেমন ধর NH3; তাইলে Fe 3d এর ইলেকট্রন গুলা যুগ্ম হয়া শুরু করবে(মানে । 3d তে ৪টা অযুগ্ম ,১ টা যুগ্ম ছিল। এখন ৩ টা যুগ্ম।আর ২ টা অরবিটাল খালি।)
এখন Fe এর \[d^{2}sp^{3}\] সংকরণ হয়। (যে 3d ২ টা খালি সেই ২টা )
এখন ছয়টা NH3 লিগান্ড এর সাথে সে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে।
যদি Fe এর চৌম্বক ধর্ম দেখা যায় তবে \[sp^{3}d^{2}\] সংকরায়ন হবে। বলত কেন? ;)
আর Cu এর ব্যাখ্যাও প্রায় একই।

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Sun Jul 01, 2012 7:23 pm
by Abdul Muntakim Rafi
* এখন ছয়টা NH3 লিগান্ড এর সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হবে।

Re: সন্নিবেশ সংখ্যা

Posted: Fri Dec 21, 2012 8:59 pm
by nafistiham
খুব সহজ হিসাব । $Fe$ হল $26$ আর $Fe ^ {2+}$ হল $24$ তাই আর $6 \cdot 2 = 12$ টা যোগ করে $Kr$ এর $36$ টা হওয়ার চেষ্টা করে ।
তবে, সব মৌল $36, 54$ হতে পারে না । তখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করে । অর্থাৎ $34,35/52,53$ হতে চায় ।