Page 1 of 1

Purple bacteria! =)

Posted: Tue Apr 05, 2011 1:07 am
by NaziaC
অনেকে আমাকে প্রশ্ন করছে purple bacteria enthralling কেন? :p
ঘটনা বিশেষ কিছু না।
জানুয়ারিতে এম আই টিতে IAP চলে, মানে রেগুলার সেমিস্টারের বাইরে এক মাস, এ মাসে যে যা ইচ্ছা তা করতে পারে - অনেকে চকলেট বানানো শেখে, অনেকে গ্লাসওয়ার্ক শেখে, অনেকে আবার সারা মাস ঘুমিয়ে কাটায়। আমি করেছিলাম এন্টিবায়োটিক প্রস্তুতির একটা ল্যাব।
তো সেই ল্যাবে নদীর পানি থেকে ব্যাক্টেরিয়া সংগ্রহ করে তার জন্য এন্টিবায়োটিক প্রস্তুত করাটা ছিল আমাদের কাজ। আমার ভাগে যে ব্যাক্টেরিয়া পড়ে, সেটা আগে কখনো identified হয় নি। তার আচরণও ছিল অদ্ভূত, সে থাকত কলোনী করে, কলোনী আবার বানায় কালচার মিডিয়ামের একেবারে সারফেসে। তার গায়ে কোন একটা পদার্থের প্রলেপ ছিল যার কারণে সে পার্পেল রঙ ধারণ করত। একদিন আমি আগ্রহবশত একটা কাঠি দিয়ে তাকে খোঁচা দিলাম। দেখলাম এতদিন যে পার্পেল দলাটা কালচার তরলের উপরের অংশে ভেসে ছিল, একটু আলতো খোঁচা লাগাতেই সে একেবারে তলিয়ে গেল, আর তার জায়গায় তরলের উপরের অংশে মুহূর্তের মাঝেই গড়ে উঠল আরেকটা পার্পেল কলোনী। বুঝাই যাচ্ছে তার reproduction ক্ষমতা অস্বাভাবিক বেশি এবং তার এন্টিবায়োটিকটাও তেমন সুবিধার না। (আল্লাহ জানে এই ব্যাক্টেরিয়া ভিতরে ভিতরে কী করতেছে!)
এম আই টিতে আরেকটা নতুন প্রজেক্ট খোলা হচ্ছে এই মজার ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা করার জন্য। :)

Re: Purple bacteria! =)

Posted: Tue Apr 05, 2011 4:10 pm
by Abhijeet Dutta
Their photosynthetic activity does enthrall me :)
যে কাঠি দিয়ে খোচাঁ দিয়েছো , তার গায়ে লাগা ব্যাক্টেরিয়ারা কি পার্পালকে সাথে নিয়ে তলিয়ে গেল ! :lol: :twisted:

Re: Purple bacteria! =)

Posted: Sun Apr 24, 2011 2:49 pm
by MaishaK
বাহ মজা তো :p

Re: Purple bacteria! =)

Posted: Mon Jul 11, 2011 1:14 pm
by rakeen
অইগুলা কি মানুষের মধ্যে আসতে পারে। না আসতে পারলে এন্টিবায়োটিক বানায় লাভ কি?