Page 2 of 2

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Mon Jan 23, 2012 12:01 am
by sm.joty
আমি কাজ করতে রাজি আছি। আর আমার মনে হয় Content এর কোন অভাব হবে না যদি আমরা গনিতের সাথে মাঝে মাঝে বিজ্ঞান বিষয়ক লেখা ছাপাই। আর প্রচারনার কাজটা প্রত্যেক ডিভিশনের ছেলেমেয়েদের আলাদা উদ্যোগে করলে ভালো হয়।
মূলকথা নিজের ইচ্ছা শক্তি কাজে না লাগালে আসলে কিছুই হবে না। এটাই সবার বোঝা দরকার। :D

(বি.দ্রঃ শহরের ছেলেমেয়েরা বেশি সুবিধা পায় এটা ভুল কথা। আমি ১৪ বছর ঢাকায় থেকে মাত্র ক্লাস ৮ এ শুনলাম ম্যাথ অলিম্পিয়াডের কথা। আর এই ১১ মাস হল ইন্টারনেট/কম্পিউটার পেলাম :( :cry: )

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Mon Jan 23, 2012 2:57 pm
by nafistiham
বুঝেন তাহলে, গ্রামের গনিতপ্রেমিদের কি অবস্থা ! :cry:

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Mon Jan 23, 2012 4:35 pm
by sm.joty
nafistiham wrote:বুঝেন তাহলে, গ্রামের গনিতপ্রেমিদের কি অবস্থা ! :cry:
গ্রামের ছেলে মেয়েদের একটা সুবিধা হল তারা সবাই যা করে এক সাথে করে। একটা খবর গ্রামে পৌঁছালে সেটা প্রায় সবাই জেনে যায়। এটা অনেক ভালো একটা দিক।সেই তুলনায় ঢাকায় বেশিরভাগ মানুষ একটু স্বার্থপর। :x :evil: নাহলে আরো আগেই আমারে কেউ ম্যাথ অলিম্পিয়াডের খবর জানাতো। :(