Page 2 of 2

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 11:20 pm
by *Mahi*
I've finally found this one :)
NASA's website has something to say about this.

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 11:54 pm
by tanvirab
স্বাভাবিকভাবে চিন্তা করো, কেউ যদি একটা জীবিত মানুষবাহী যান চাঁদে পাঠাইতে পারে, তারা পতাকাটা উড়তেসে মনে হয় এমন ব্যবস্থা করতে পারবে না?

Re: চাঁদ আর মানুষ

Posted: Wed Sep 07, 2011 9:03 am
by Dipan
@Mahi...thankssss....

@tanvir bhai...ভাই, আপনার কথাটা যদি আমাকে বলেন আমি ২০০% বিশ্বাস করবো । কিন্তু আমি বলছি আমার এক বন্ধুর কথা । অয় বিশ্বাস ই করে না যে চাঁদে মানুষ গেছে , তাহলে কি এটা বিশ্বাস করবে ? সমস্যা হচ্ছে ওদের মত মানুষগুলো স্বাভাবিক চিন্তা করতে পারে না , ওরা করে অস্বাভাবিক (!!!!) চিন্তা । যেমন - আমার বন্ধুটা রাশিফলে তীব্র বিশ্বাসী , যেটার কোন scientific ভিত্তি নাই ।

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 27, 2011 7:39 pm
by ibrahim
পতাকাটা রশি দিয়ে বান্ধা ছিল। আমি আগেও লিখেছি।

Re: চাঁদ আর মানুষ

Posted: Mon Nov 28, 2011 6:12 pm
by atiqur_jhe
@ibrahim ভালই বলিয়াছেন রে ভাই। 1st comment

Re: চাঁদ আর মানুষ

Posted: Mon Nov 28, 2011 6:35 pm
by nafistiham
আমি যতদূর জানতাম পতাকার দণ্ডটা উপরের দিকে লাগানো ছিল :D (একটা ইংরেজি চলচ্চিত্রে দেখছিলাম )
আসলে ভিডিও দেখি নাই তো । জানতাম না । :oops:
কিন্তু এই কাজটা কি সহজ ছিল না :?

Re: চাঁদ আর মানুষ

Posted: Fri Jan 25, 2013 2:16 pm
by Shapnil
এই প্রশ্নের একটা উত্তর ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম। মোস্ট প্রোবাবলি ফ্ল্যাগটা নরম্যাল ফ্ল্যাগ না। I mean that was a tube like flag and when they tried to uncover it that was a little bit shrunk. That was the reason why the flag was flying.

Re: চাঁদ আর মানুষ

Posted: Mon Feb 04, 2019 3:43 pm
by samiul_samin
Here is the full story of our moon landing. :) :) :D