Page 1 of 2

Attention: BdMO resource section: New Project

Posted: Wed Jan 05, 2011 10:47 pm
by Moon
বিডিএমও এর সব সমস্যা ফোরামে পোস্ট করে সেইগুলাকে নিয়ে আলোচনা করা দরকার। কারণ অচিরেই দেখা যাবে যে ফোরাম ডাবল/ট্রিপল পোস্টে সয়লাব হয়ে যাচ্ছে।
এখন প্রথমত দু্ইটা জিনিস দরকার আমাদের:
১. স্বেচ্ছাসেবক, যারা আমাকে LaTeX কোড কম্পাইল করে দিতে পারবে।
২. সিদ্ধান্ত নেওয়া দরকার কোন ফোরামে কিভাবে এইটা করা হবে। আমি ব্যাক্তিগতভাবে আলাদা সাবফোরাম করার পক্ষে। এতে করে খুঁজে পেতেও সুবিধা কারণ ওই সাবফোরামে আর কোন পোস্ট থাকবেনা।

আপনাদের সবার মতামত দরকার।

আপডেট:
এরই মধ্যে রিসোর্স সেকশনের কাজ শুরু হয়ে গেছে। পরীক্ষামূলক ভাবে viewtopic.php?f=42&t=375 এই পোস্টে ঢাকা বিভাগীয় উৎসবের প্রশ্ন দেওয়া হয়েছে লিঙ্ক সহ। এইভাবে ২০১০ সালের সব বিভাগীয় উৎসবের প্রশ্ন এইখানে দেওয়া হবে। অন্যান্য সাব ফোরামে সেকেন্ডারী,জুনিয়র ইত্যাদি গ্রুপের প্রশ্ন এবকইভাবে দেওয়া হবে। আপাতত সিদ্ধান্ত নিয়েছি যে BdMO নামের user bot দিয়ে সব পোস্ট করা হবে। (তাতে অনেক সুবিধা আছে, যেমন বিশেষ সিগনেটার ব্যবহার করা যাবে, পোস্টগুলো একই ক্রমে সাজানে থাকবে ইত্যাদি।)

এখন এই পোস্টে যারা চাও/চান সমাধান দিতে পারেন/আলোচনা করতে পারেন, তবে নতুন পোস্ট না দিতে অনুরোধ করছি। দিলে সরিয়ে মূল ফোরামে রাখা হবে এবং পরে মার্জ করা হবে।

আপাতত যারা কাজ করবেন বলেছেন তারা হলেন:
১. কামরুল ভাই
২. জান্নাত

আর যারা সাহয্য করতে চান তাড়াতাড়ি বলেন।

সবাইকে ধন্যবাদ।

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 12:05 am
by Hasib
i also think subforum iz perfect. Then, its needed to make sub-sub forum of that( division basis).
Tarik Adnan Moon wrote:স্বেচ্ছাসেবক, যারা আমাকে $L_{{a^T}e^X}$ কোড
কম্পাইল করে দিতে পারবে।
please clear it. I cant get it.

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 12:18 am
by Moon
^মানে হল এরকম স্বেচ্ছাসেবক লাগবে যারা প্রশ্নের পিডিএফ দেখে দেখে ফোরামে পোস্টের উপযুক্ত কোড দিতে পারবে। :)

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 7:20 pm
by Moon
কারো সাড়া পাইলাম না। দুঃখজনক। :(

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 9:23 pm
by kamrul2010
আমি হয়তো LaTeX এ সাহায্য করতে পারবো, কিন্তু কথা হইলো,আমি আসলে পুরা ঘটনাটা বুঝি নাই!

তুমি কি বলতে চাইতেসো বিডিএমও এর সমস্যা গুলা নিয়া আলাদা সাব-ফোরাম বানাবা? সেইটাই মনে হয় ভালো, তাইলে পুনরাবৃত্তির সম্ভবনা থাকবে না! সব গুলা একই জায়গায় পাওয়া যাবে!

সেক্ষেত্রে মনে হয় দ্বিতীয় বাক্যটা বুঝতে পারসি!

আর LaTeX কম্পাইলেশনটা খুব বেশি সমস্যা হবার কথা না, ফোরামে অনেকেই এখন নিয়মিত ভাবে LaTeX ব্যাবহার করতেসে! সাব-ফোরাম খোলা হইলে তাতে তো সবাই এমনিতেই সমস্যা পোস্ট করবে!

আমি কি বুঝসি নাকি ঠিকমত সেইটা একটু বোঝাও!

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 9:27 pm
by Moon
বুঝছেন! :)
কিন্তু সমস্যা হইল যে যেহেতু ডাবল পোস্ট না হয় এবং ব্যবহারকারীদের ডাবল কষ্ট না হয় সেকারণে একজন একজন করে একেকটা সেটের দায়িত্ব নিয়ে কোড আমাকে পাঠাইলে সবচেয়ে ভাল হয়। তাহলে সিরিয়াল অনুযায়ী পোস্ট করা যাবে।

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Thu Jan 06, 2011 9:51 pm
by kamrul2010
ও আইচ্ছা! আমার পরীক্ষা শেষ ২৩ তারিখ, তার আগে মনে হয় না পারবো! তারপরও, চেষ্টা করবো!

তুমি কয়দিনের মধ্যে চাও?

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Sat Jan 08, 2011 8:51 am
by HandaramTheGreat
আমি করব...

আমি latex লিখতেসি এখানে আসার পর... অভিজ্ঞতা কম... তবে মনে হয় তেমন সমস্যা হবে না...

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Mon Jan 10, 2011 3:36 pm
by Moon
ধন্যবাদ। আমার কাজকর্ম একটু কমলে তোমার সাথে যোগাযোগ করব। :)

Re: Attention: BdMO resource section: New Project

Posted: Wed Jan 19, 2011 3:07 pm
by Avik Roy
যেসব প্রশ্ন কম্পাইল করা হয়েছে সেগুলোর মাঝে যেগুলোর আগেই ডিসকাশন টপিক খোলা হয়েছে সেগুলো মার্জ করে দেওয়া যেতে পারে...