Page 1 of 1

Combinatorics Workshop: Day 12 (19.12.13)

Posted: Thu Dec 19, 2013 12:59 am
by Phlembac Adib Hasan
আজকের পড়া bijection
Read chapter four of this.
(বইয়ের প্রচ্ছদে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।)

Bijection: ধর $P,Q$ দুইটা সসীম সেট। এদের উপাদানগুলোর মাঝে কোন একটা রিলেশন দিয়ে দেখানো গেলো যে এদের উপাদানসংখ্যা সমান। তাহলে যদি $P$ সেটের উপাদানসংখ্যা বের করতে বলা হয়, তবে প্রকৃতপক্ষে কিন্তু $Q$-র উপাদানসংখ্যা বের করলেই হয়। এটাই বাইজেকশনের মূলনীতি।

#Example: Combination allowing repetition and missing digits. (Marcus page 20)
$\{A,B,C\}$ থেকে দুই সদস্যার এমন সেট সংখ্যা বের করতে হবে। এরকম সকল সেটের সেট ধর $P$. তাহলে $P$-র সদস্য সংখ্যাই এই প্রশ্নের উত্তর। এবার $P$-র সদস্য প্রতিটি সেটের সাথে $\{A,B,C\}$ যোগ করা হল। এভাবে যেসব সেট পাওয়া গেলো তাদের সেট $Q$. এখন $P$ আর $Q$-র সদস্য সংখ্যা অবশ্যই সমান। কারণ $P$-র প্রতিটা উপাদানের জন্য $Q$-তে একটা ইউনিক উপাদান পাওয়া যাবে। এবং আরও একটা বিষয় লক্ষণীয়। $P$-র চেয়ে $Q$-র উপাদানসংখ্যা গোনা সহজ। এরপর $Q$-র উপাদান সংখ্যা গুনে $P$-র উপাদান সংখ্যা বের করা হল।

#মারকাসের সারা বইয়ে অনেক বাইজেকশনের উদাহরণ আছে। এখন তোমার কাজ সেগুলো খুঁজে বের করা এবং কিভাবে বাইজেকশনটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বুঝা।

#বাইজেকশনের যে চ্যাপ্টারটা পড়তে দিলাম সেটা কঠিন লাগতে পারে। সবটা পড়ার দরকার নেই। প্রথম দিকের কিছু উদাহরণ দেখলেই চলবে।
প্র্যাকটিসের জন্য এই চ্যাপ্টারেরই কিছু এক্সারসাইজ করতে পারো।

Re: Combinatorics Workshop: Day 12 (19.12.13)

Posted: Thu Dec 19, 2013 12:32 pm
by Kiriti
ভাই, মারকাসের বইয়ের Generating Function কি পড়ার দরকার নেই ?

Re: Combinatorics Workshop: Day 12 (19.12.13)

Posted: Thu Dec 19, 2013 4:30 pm
by Phlembac Adib Hasan
আছে। সামনের ক্লাসে ওইটা থাকবে।